রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

প্রশাসন ক্যাডারে মনোনীত হয়েছেন হোমনার কাউসার জামান 

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

প্রশাসন ক্যাডারে মনোনীত হয়েছেন হোমনার কাউসার জামান 

সদ্য প্রকাশিত ৪১তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে মনোনীত হয়েছেন এবিএম কাউসার জামান (তপু)। তার বাবা মো. সামসুজ্জামান, কুমিল্লার  যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবে কর্মরত আছেন। 

তপুর মা কামরুন নাহার একজন চাকরিজীবী। তিনি কুমিল্লার হোমনা উপজেলার খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা। কাউসার জামান তপুর মা-বাবা তপুর সফলতায় গর্ববোধ করেন।

তপু জানান, ছোট বেলা থেকেই বাবা-মায়ের উৎসাহ, অনুপ্রেরণা এবং আদর্শ মেনে পাশাপাশি শিক্ষকদের পরামর্শ ও দোয়ায় আজকের এই সফলতা। তিনি, মা-বাবা এবং শিক্ষকমণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তপুর  মেধার চর্চা শিশুকাল থেকেই। সফল এই ক্যাডারের বাবা-মা এমনটাই জানিয়েছেন । তপু কর্মজীবনে যত জায়গায় ইন্টারভিউ দিয়েছেন তত জায়গাতেই সফল হয়েছেন। 

সফল এই ক্যাডার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তর জাতীয় নিরাপত্তা গোয়েন্দাতে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি মনোবল আর নিজ যোগ্যতার স্বাক্ষর রাখেন বিসিএসে মনোনিবেশন করে। ৪১তম বিসিএসে উত্তীর্ণ হন সফলতার সাথে। আজ তার দৃঢ়তার ফসল দৃশ্যমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

টিএইচ